প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৪ | মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ নোটিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের নোটিশ অনুযায়ী প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৪ প্রকাশিত হয়েছে।আপনারা যারা মাস্টার্স ১ম পর্ব করছে অর্জন করছেন। তারা ফরম ফিলাপের সম্পূর্ণ নোটিশ আমাদের এই আর্টিকেল থেকে সংগ্রহ করতে পারবেন। 

তাই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে, প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ করতে চান? তারা আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। 

আমরা এখানে মাস্টার্স প্রথম পর্ব ফরম ফিলাপ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপের পিডিএফ ফাইল প্রস্তুত করে দিব।

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৪ | মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ নোটিশ

যা অনুসরণ করে আপনারা ফরম ফিলাপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ আবেদন করতে পারবেন। 

তো চলুন আর সময় নষ্ট না করে প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৪ নোটিশ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

প্রিলিমিনারি টু মাস্টার্স : মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৪ অফিশিয়াল নোটিশ বোর্ডে প্রকাশিত হয়েছে। যা আমরা প্রিলিমিনারি টু মাস্টার্স শিক্ষার্থীদের জন্য এই আর্টিকেলে প্রস্তুত করেছি। 

বিশেষ করে, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারী টু মাস্টার্স ফরম ফিলাপ শুরুর তারিখ এবং শেষ তারিখ সহ আরো অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। 

মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪ । প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ তথ্যঃ

২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ যার শিক্ষাবর্ষ- ২০২০-২০২১। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল নোটিশ বোর্ড থেকে এই ওয়েবসাইটে মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফরম ফিলাপ সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষিত করেছি। 

তো চলুন প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানা যাক।

মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ সময়সূচীঃ

  • ফরম ফিলাপ শুরুর তারিখ : ........../.............../ ২০২৪ খ্রিঃ।
  • ফরম ফিলাপ শেষ তারিখ : ............./.............../ ২০২৪ খ্রিঃ।

মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ যোগ্যতা ২০২৪

এবছর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স করছে অধ্যয়ন রয়েছে। যাদের শিক্ষাবর্ষ- ২০২০-২০২১, (সেশন-২০২১), নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে পারবে। 

আবার যারা প্রিলিমিনারি মাস্টার ২০২০ সালের পরীক্ষায় কোন কারনে অংশগ্রহণ করতে পারেনি অর্থাৎ যাদের শিক্ষাবর্ষ- ২০১৯-২০২০ তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

আবার যে সকল শিক্ষার্থী ২০২০ সালের পরীক্ষায় কোন বিষয়ে C গ্রেড এবং D গ্রেট পেয়েছে। তারা চাইলে সর্বোচ্চ দুইটি পত্রে অংশগ্রহণ করতে পারবে।

২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার শিক্ষার্থীরা এ বছরেও পরীক্ষা দিয়ে যদি ব্যর্থ হয়। সেক্ষেত্রে তারা পরীক্ষা দেয়ার কোন সুযোগ পাবে না। তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ কত টাকা

আপনারা যারা প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ করতে যাচ্ছেন তারা অনেক সময় জানতে চান? মাস্টার্স ফরম ফিলাপ কত টাকা। তারা চাইলে প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ নোটিশ অনুসরণ করে ফির পরিমান জানতে পারেন। 

এক্ষেত্রে আমি আপনাদের সুবিধার জন্য এখানে প্রিলিমিনারি টু মাস্টার ফরম ফিলাপ কত টাকা সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার জন্য নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুনঃ

১। তত্ত্বীয় ফি (প্রতি পত্র) = ২৫০/- টাকা।

২। ব্যবহারিক পরীক্ষার ফি (প্রতি পত্র) = ২৫০/- টাকা।

৩। মৌখিক পরীক্ষা’র ফি (প্রতি জন শিক্ষার্থী) = ২৫০/- টাকা।

৪। নম্বরপত্র ফি (প্রতি শিক্ষার্থী) = ৩০০/- টাকা।

৫। কেন্দ্র ফি (তত্বীয়) কলেজে জমা হবে = ৪৫০/- টাকা।

৬। কেন্দ্র ফি ব্যবহারিক (কলেজে জমা হবে) = ২০০/- টাকা।

৭। ইনকোর্স পরীক্ষার ফি (প্রতি শিক্ষার্থীর জন্য) :

(ক) বিশ্ববিদ্যালয় এর ফান্ডে জমা হবে = ১০০/- টাকা।

(খ) কলেজের ফান্ডে জমা হবে = ২০০/- টাকা। 

৮। সমাজকর্ম ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের মাঠকর্ম ফ্রি (প্রতি শিক্ষার্থীর জন্য) :

(ক) বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা হবে = ১০০/- টাকা।

(খ) কলেজের ফান্ডে জমা হবে = ১,০০০/- টাকা। 

২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ফি (প্রতি শিক্ষার্থী) :

১। এমএ/ এমএসএস/এমবিএ সকল পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে = ২,৬৫০/- টাকা। (নিয়মিত ও প্রাইভেট)

২। এমএসসি সকল পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে = ২,৬৫০/- টাকা।

৩। লাইব্রেরী সায়েন্স ও সঙ্গীত বিষয়ের সকল পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে = ২,৯০০/- টাকা।

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ অনলাইনে আবেদন

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ অনলাইন আবেদন করতে নিচে দেওয়া অপশনে ক্লিক করুন। তারপরে, মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করুন।  

👉“ফরম ফিলাপ এর অফিসিয়াল সাইট : nubd.info/formfillup”👈

👉 ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ নোটিশ ২০২৪ PDF ফাইল 👈

(প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ নতুন নোটিশ ২০২৪ এখানেই পাবেন)

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ নোটিশ ২০২৩। (শিক্ষাবর্ষ: ২০১৯-২০২০) সেশন- ২০২০ সাল।

“পুরাতন প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ নোটিশ। (শিক্ষাবর্ষ: ২০১৯-২০২০) সেশন- ২০২০”।

শেষ কথাঃ

আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ আবেদন করতে চান? তাহলে উপরে দেওয়া তথ্য অনুযায়ী ফরম ফিলাপের যোগ্যতা সম্পন্ন হলে, উক্ত অপশনে প্রবেশ করে, আপনার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে, আরো অন্যান্য তথ্য যুক্ত করে, প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ সম্পন্ন করে নিতে পারেন। 

ট্যাগ*স- প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৪ | মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ নোটিশ, প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৪, মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ নোটিশ, প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৪ | মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ, প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম পূরণ নোটিশ, প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম পূরণ।

আর ফর্ম ফিলাপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। 

ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ